মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

নওয়াপাড়ায় আকাম সরদার বাইতুন নাজাত জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন 

অভয়নগর প্রতিনিধি

নওয়াপাড়া আকাম সরদার বাইতুন নাজাত জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকলে ভিত্তির প্রস্তর উদ্বোধন করা হয়। এরপর সেখানে দোয়া মাহফিল ও আলোচন সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বয়ান করেন নওয়াপাড়া পীর সাহেব খাজা রফিকুজ্জামান শাহ। দ্বিতীয় আলোচক হিসেবে বয়ান করেন নওয়াপাড়া পীর বাড়ি মাদ্রাসা প্রধান মুফতী তৈয়েবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা,আকাম সরদার বাইতুন নাজাত জামে মসজিদের সভাপতি কামরুল সরদার, সাধারণ সম্পাদক মো.রফিকুজ্জামান টুলু, ধোপাদী নূরমোহাম্মাদ নুরানি মাদ্রাসার সভাপতি ক্বারি মোজাফফর সরদার, নুরানি মাদ্রাসা মোহতামিম মাও. আব্দুর রব, মহিলা মাদ্রাসার মোহতামিম মুফতী দেলোয়ার হোসেন, উপজেলা মসজিদের ইমাম কজি হুজুর,। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সাইফুল ইসলাম, সমাজ সেবক মিটু মোল্লা, আবুল কালাম সরদার, সাইদ মহলদার, উপদেষ্টা ইলিয়াস সরদার, ফারুক মহলদার, নাসির সরদার, কোষাধ্যক্ষ আমিনুর রহমান, ডা: কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রবিউল ইসলাম লুলু।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন