মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

বিদ্যুতস্পৃষ্টে ‍গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার সাত মাইল গ্রামের কামাল হোসেন বিশ্বাসের স্ত্রী শামছুন্নাহার। বুধবার বিকেলে সাত মাইল গ্রামে এ ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, এ দিন বিকেল ৪টার দিকে বৈদ্যুতিক ফ্যানে শামসুন্নাহার ধান ঝাড়ছিলেন। একপর্যায়ে ফ্যানে তার হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। চিকিৎসার জন্য বিকেল পৌনে ৬টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল মুক্তাদির তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন