শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

নানার বাড়ি বেড়াতে যে‌য়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোলে পুকুরের পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত ওই শিশুটি শার্শা উপজেলার জামতলা টেংরা গ্রামের প্রবাসী লিটন হোসেনের ছেলে সাবিত হোসেন।

মৃত শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের দ্বিতীয় দিন বিকালে মায়ের সাথে নান বাড়িতে বাড়িতে বেড়াতে আসে সাবিত। মঙ্গলবার সকালে প্রতিবেশী বাচ্চাদের সাথে খেলতে যায় শিশুটি। কিছুক্ষণ পরে সকলে বাড়িতে ফিরে এলে সাবিতের দেখা না পেয়ে পরিবারের অন্যান্যরা তাকে খুঁজতে থাকে। পরে নিকটস্থ একটি পুকুরে আধাঘন্টা ধরে তার সন্ধান চালানো হয়। পরবর্তীতে ডুবন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। যখন তার খোঁজ পাওয়া যায় ততক্ষণে সে মারা যায়। তার অকাল মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামের ইউপি সদস্য মিন্টু মিয়া জানান, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে যাই এবং তার দাদার বাড়িতে খবর পাঠাই। মৃতের দাদা দাদি আসলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন