মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরএমএম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সরকারি এমএম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (৫ মার্চ) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের এক সিদ্ধান্ত মোতাবেক এমএম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে। এ কারণে কমিটিটি বিলুপ্ত করা হয়েছে।

এদিকে, অপর একটি সূত্র বলেছে সরকারি এমএম কলেজের আসাদ হলে ছাত্রলীগের একাংশের হামলা ও ভাংচুরের ঘটনার জের হিসেবে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ওই কমিটি তড়িঘড়িভাবে বিলুপ্ত ঘোষনা করেছেন।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন