মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ইয়াবাসহ নারী ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ নারী ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৬ যশোরের সদস্যরা। মঙ্গলাবার সকাল পৌনে ৮ টার দিকে তাকে যশোর নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম হোসনে আরা। তিনি কুমিল্লার মতলব উপজেলার বাসিন্দা।

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চট্রগ্রাম থেকে এক নারী ইয়াবা বিক্রির জন্য বাসযোগে যশোরে আসছে। এমন সংবাদের ভিত্তিতে তারা সকাল পৌনে ৮ টার দিকে নিউমার্কেট এলাকায় অবস্থান নেয়। বাস থেকে নামার পর ওই নারীকে র‌্যাব গ্রেপ্তার করে। পরে তার কাছ থেকে উল্লিখিত পরিমাণ ইয়াবা উদ্ধার করে র‌্যাব। গ্রেপ্তার ওই নারী বিরুদ্ধে মাদক আইনে র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করে।

খুলনা গেজেট./ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন