মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

 ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-খুলনা মহাসড়কের রাজারহাটে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে। নিহত চালক ফিরোজ মাহমুদ রাহাতুল (৩৫) শহরতলীর ঝুমঝুমপুর এলাকার মাহাতাব হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনামুখী একটি ট্রাকের সাথে যশোর শহরের দিকে আসা মোটরসাইকেলের রাজারহাটমোড়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিকট শব্দ পেয়ে এলাকাবাসী এগিয়ে গিয়ে ফিরোজ মাহমুদ রাহাতুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের ডাক্তার সালাউদ্দিন বাবু বলেন, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। প্রচুর রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন