মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

কেশবপুরে ডোবা থেকে চা বিক্রেতার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের কেশবপুর উপজেলার পল্লীর ডোবা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার আড়ুয়া গ্রামের বাঁশবাগানের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি পেশায় চা বিক্রেতা ছিলেন।

নিহত চা বিক্রেতা জিল্লুর রহমান (২৩) আড়ুয়া গ্রামের মৃত ওয়াজেদ আলী সরদারের ছেলে। তার চায়ের দোকান ছিল উপজেলার কাটাখালি বাজারে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, চা বিক্রেতা জিল্লুর রহমান মঙ্গলবার রাত সাড়ে ৯টার পর নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। অবশেষে বুধবার বিকেলে আড়ুয়া গ্রামের একটি বাঁশবাগানের ডোবায় এলাকাবাসী তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লিখন কুমার সরকার বলেন, গ্রামের বাঁশবাগানের ডোবা থেকে জিল্লুর রহমান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু রহস্যজনক। কী কারণে তার মৃত্যু হয়েছে তা নিয়ে তদন্ত চলছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন