মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

নওয়াপাড়া ভৈরব নদে পড়ে হ্যান্ডলিং শ্রমিক নিখোঁজ

অভয়নগ(যশোর) প্রতিনিধি

নওয়াপাড়া ভৈরব নদে পড়ে হ্যান্ডলিং শ্রমিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরীরা ভৈরব নদীতে নেমে নিখোঁজ ব্যক্তির সন্ধান করতে অব্যাহত ভাবে চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। ঘটনাটি রবিবার বেলা সাড়ে ১০টায় উপজেলার নওয়াপাড়া নদী বন্দরের মের্সাস চিশতী এন্টারপ্রাইজ ঘাট এলাকায় ঘটে।

স্থানীয়রা ও জাহাজে থাকা অন্য হ্যান্ডলিং শ্রমিকেরা জানান, অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভৈরব নদী বন্দরে থাকা এমভি শুকরিয়া জাহাজ থেকে গমের বস্তা মাথায় নিয়ে নামার সময় ভৈরব নদে পড়ে শরিফুল ইসলাম সাগর (৩৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হন। তিনি পেশায় একজন হ্যান্ডলিং শ্রমিক ছিলেন। ডুবুরীরা ৪ ঘন্টা যাবত অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। এখনো ডুবুরীরা অব্যাহত ভাবে চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। নিখোঁজ শরিফুল ইসলাম সাগরের বাড়ি যশোর জেলার বাঘারপাড়া চাড়াভিটা এলাকার আয়াপুর গ্রামের তোরাব আলী শিকদারের ছেলে।

নিখোঁজ শরিফুল ইসলাম সাগরের খালাত ভাই ইসমাইল হোসেন বলেন, আমার বাড়িতে থেকে সে নওয়াপাড়া বন্দরে হ্যান্ডলিং শ্রমিক হিসেবে কাজ করতো। প্রতিদিনের ন্যায় সকাল ৭টায় বাড়ি থেকে বের হয়ে যায়।

এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার টিটব শিকদার বলেন, আমরা লোক মারফত সাড়ে ১০টার সময় জানতে পারি নদীতে একজন শ্রমিক পড়ে নিখোঁজ হয়েছেন। খুলনার ডুবুরীদের খবর দেওয়া হয়। পরে তারা এসে তার সন্ধান করতে থাকে। প্রায় ৪ ঘন্টা ধরে খুঁজতে থাকে নিখোঁজ ব্যক্তিকে। এখনো তাকে পাওয়া যায়নি।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন