শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

শার্শায় একসঙ্গে তিন সন্তানের জন্ম

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন সুমি বেগম (২৪) নামে এক মা। তিন নবজাতকের মধ্যে দুটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান রয়েছে। শুক্রবার (১০ মার্চ) রাতে যশোরের একতা হাসপাতালে তিন সন্তান প্রসব করেন ওই গৃহবধূ।

তিন সন্তানের জননী সুমি বেগম শার্শা উপজেলার আমলাই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। বিয়ের তিন বছর পর তিন সন্তান একসঙ্গে পেয়ে খুশি হাবিবুর রহমান ও সুমী বেগম দম্পতি তার পরিবার ও গ্রামবাসী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গৃহবধূ সুমি বেগম শুক্রবার সন্ধ্যায় যশোর একতা হাসপাতালে ভর্তি হন। পরে অপরেশনের মাধ্যমে তিনি তিনটা সন্তান প্রসব করেন।

যশোর একতা হাসপাতালের ডা. ইলা মন্ডল বলেন, সুমি বেগম প্রসব ব্যাথা নিয়ে ভর্তি হন। পরে অপরেশনের মাধ্যমে তিন সন্তানের জম্ম হয়। সন্তান তিনটার মধ্যে দুটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান। শিশু তিনটি এবং তাদের মা বর্তমানে সুস্থ আছেন বলে তিনি জানিয়েছেন।

এ ব্যাপারে সুমী বেগম বলেন, আমি সুস্থ আছি। আল্লাহ আমাকে তিনটি সন্তান দান করেছেন।আমি এতে খুব খুশি।

নবজাতকদের বাবা হাবিবুর রহমান আনন্দ আপ্লুত হয়ে বলেন, আশা করি তিন সন্তান লালন-পালনে কোনো সমস্যা হবে না। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করব। সবার কাছে সন্তানদের জন্য দোয়াও চেয়েছেন তিনি।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন