মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে যশোর  র‌্যাব। বুধাবার রাতে তাকে নড়াইল জেলার সদর থানাধীন বৌবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি যশোর কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি বিল্লাল হোসেন।

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, বিল্লাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করত। ২০১১ সালের অক্টোবরে বিল্লাল বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ গোপালগঞ্জ ডিবি পুলিশের কাছে গ্রেপ্তার হয়। পরে জামিন পেয়ে পূণরায় মাদক ব্যবসা শুরু করে। মাদক মামলায় গোপালগঞ্জ আদালত তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। সে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্নস্থানে পালিয়ে বেড়ায়।

পরে গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব জানতে পারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বিল্লাল নড়াইল জেলার সদর থানাধীন বৌবাজার এলাকা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন