মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে মুদি দোকান থেকে টিসিবির ১০৮ বোতল সয়াবিন তেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের বড়বাজারের হাটচান্নি আলুপট্টির মুদি দোকান থেকে টিসিবি’র ১০৮ বোতল সয়াবিন তেল উদ্ধার করেছে সদর উপজেলা প্রশাসন। যা নিম্নআয়ের মানুষের কাছে কমমূল্যে বিক্রি না করে গোপনে ওই দোকানে বিক্রি করা হয়েছিল।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার দাস ও সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল আলীম শহরের হাটচান্নি আলুপট্টির রেজাউল ইসলামের মুদিখানা দোকানে অভিযান চালান। এ সময় ওই দোকানে রাখা টিসিবি’র ১০৮ বোতল সয়াবিন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। এ সময় দোকান মালিকের ছেলে দাউদ হোসেনকে হেফাজতে নেয় পুলিশ। টিসিবির এ তেল নিম্ন আয়ের মানুষের মাঝে বিক্রি করার কথা থাকলেও গোপনে ডিলাররা বেশি দামে ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছে বলে ভ্রাম্যমান আদালত জানতে পারে। এরই প্রেক্ষিতে তারা অভিযান চালিয়ে ১০৮ বোতল তেল উদ্ধার করতে সক্ষম হয়।

যশোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাশেদ আব্বাস রাজ জানান, অভিযানের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত টিসিবি ডিলার গৌরাঙ্গ পাল বাবুর ছেলে বিন্ত কুমার পাল বলেন, তাদের ডিলারশিপের ওই তেল কেউ ওই দোকানে বিক্রি করেছেন। কিভাবে এখানে এল সেটা তাদের জানা নেই।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন