শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে চুরির ঘটনায় গ্রেপ্তার -১

নিজস্ব প্রতিবেদক, যশোর

সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া কলোনীর মোড় মেসার্স ওহিদ ইলেট্রনিক্স দোকানে ভোর রাতে চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা সার্টারের নীচে ভেঙ্গে ভেতরে ঢুকে নগদ ৫৫ হাজার টাকাসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় কোতয়ালি থানায় শনিবার ২৫ ফেব্রুয়ারী সকালে ওই গ্রামের ওহিদুর রহমানের ছেলে জাহিদুল আলম ওরফে রাসেল বাদী হয়ে মামলা করলে পুলিশ চুরির সাথে জড়িত সন্দিগ্ধ শরিফুল ইসলাম নামে এক চোরকে গ্রেপ্তার করেছে। সে যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ মোছাঃ সুরমা এর বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

মামলায় বাদী উল্লেখ করেন, ১২ ফেব্রুয়ারী রাত ৯ টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। পরের দিন সকাল ৮ টায় দোকানে গিয়ে দেখেন দোকানের সার্টারের নীচে ভাঙ্গা তখন তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখেন বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। তার দোকান হতে নগদ ৫৫ হাজার টাকাসহ অন্যান্য মালামাল চুরি হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, দোকানে লাগানো সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ চেক করে দেখেন ১৩ ফেব্রুয়ারী ভোর রাত ৫ টার সময় দুই জন চোর মুখে মাস্ক পরা,জিন্সের প্যান্ট এবং শার্ট পরা অবস্থায় একটি বড় রড দিয়ে দোকানের সার্টারের নীচে ভেঙ্গে কৌশলে দোকানের মধ্যে প্রবেশ করে। পরে ক্যাশ হতে টাকা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় আশপাশের লোকজনকে জানিয়ে চোরের সন্ধান করতে না পেরে কোতয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর তদন্তকারী কর্মকর্তা শনিবার ২৫ ফেব্রুয়ারী দুপুর সোয়া ১ টার সময় শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকা থেকে চোর সন্দেহে শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে সোপর্দ করে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন