শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

চাকরির নামে ১২৩ জনের জামানত নিয়ে কোম্পানি লাপাত্তা

অভয়নগর প্রতিনিধি

অভয়নগরে চাকরির প্রলোভন দেখিয়ে ১২৩ জনের কাছ থেকে জামানত নিয়ে লাপাত্তা হয়েছে অর্কিড মার্কেটিং কোম্পানী। ১২৩ জনের প্রত্যেকের কাছে থেকে ১ হাজার ৫৭০ টাকা হারে জামানত গ্রহণ ও নিয়োগ দিয়ে ২ মাস কাজ করিয়ে তাদের বেতনভাতা না দিয়ে কোম্পনিটি মালিক পালিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভুক্তভোগী শতাধিক যুবক-যুবতীরা নওয়াপাড়ার ক্লিনিকপাড়ার মহলদার ভবনে অবস্থিত অর্কিড মার্কেটিং অফিসের সামনে বিক্ষোভ করেন।

ভুক্তভোগীরা জানান, এই ভুয়া কোম্পানির চেয়ারম্যান পরিচয়দানকারী মো. মাহবুবুর রহমান নামের ব্যক্তিটি আমাদের ১২৩ জনের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়ে প্রতারণা করেছে। তাছাড়া দুই মাস কাজ করিয়ে আমাদের বেতনভাতা না দিয়ে অফিস বন্ধ করে পালিয়েছে।

সরেজমিনে অফিসটিতে গিয়ে দেখা যায়, অফিসটি তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। অর্কিড মার্কেটিং কোম্পানির চেয়ারম্যানের ব্যবহৃত মোবাইল ফোন ০১৯৩৫-৮২৫০৮১ ও ০১৭৮০-৩৫০২২৩ নম্বরটি বন্ধ পাওয়া যায়।

কোম্পানিতে চাকুরি করা খুলনার জেনারেল ম্যানেজার মো. মেহেদী হাসান জানান, বিষয়টি নিয়ে আমি থানায় মামলা করতে এসেছি।

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন