শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

পিকআপের চাকায় পিষ্ট হয়ে মনিরামপুরে ভ্যানযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

পিকআপের চাকায় পিষ্ট হয়ে ভ্যানযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২ দিকে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত ভ্যানযাত্রী হলেন, উপজেলার চিনেটোলা গ্রামের জনৈক কার্তিক চন্দ্র পালের ছেলে গৌরপদ পাল।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, দুপুরে ভ্যানযোগে রাজগঞ্জ বাজারে যাচ্ছিলেন গৌরপদ। কিছুদর যাওয়ার পর মাথা ঘুরে ভ্যান থেকে পড়ে যান তিনি। এ সময়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পিকআপ তাকে পিষ্ট করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনিরামপুর থানার পুলিশ জানায়, এব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/ এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন