মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

চৌগাছায় জাল এনআইডি তৈরি মামলার মূল আসামী সুমন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চৌগাছা ‍উপজেলা নির্বাচন অফিসের সাবেক ডাটা এন্ট্রি অপারেটর ইয়াছিন আরাফাত সুমনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তাকে যশোর এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

যশোর র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, ‍সুমন চৌগাছা উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত ছিল। সেখানে কর্মরত থাকা কালীন বিভিন্ন সময়ে অবৈধভাবে অসৎ উদ্দেশ্যে জাল এনআইডি তৈরিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। অবৈধ লাভের আশায় মোহাম্মদ হযরত আলী নামের এক ব্যক্তিকে এনআইডি ডাটাবেইজে অন্তর্ভূক্তির উদ্দেশ্যে ভোটার রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করে।

পরবর্তীতে AFIS ম্যাচিং এর সময় মোহাম্মদ হযরত আলীর ফিঙ্গার প্রিন্টের সাথে ফাতেমা আক্তার টুম্পা নামের এক মহিলার ডুপ্লিকেটিং ম্যাচিং হয়। এ বিষয়ে তদন্তে জানা যায় সাবেক ডাটা এন্ট্রি অপারেটর সুমনের আইডি থেকে উক্ত ব্যক্তির ভোটার রেজিষ্ট্রেশন করা হয়েছে।

সুমনের অপরাধ প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় তাকে চাকুরী হতে বরখাস্ত পূর্বক উপজেলা নির্বাচন অফিসার বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পরে আসামী আত্নগোপন চলে যায়। মামলা রুজুর পর থেকেই র‌্যাব-৬, যশোর ক্যাম্পের আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং তাকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, যশোর ক্যাম্পের আভিযানিক দল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোপন তথ্যের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন এয়ারপোর্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত মামলার মূল আসামী সুমনকে গ্রেপ্তার করে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

খুলনা গেজেট/ এসজেড

 

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন