মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোর বোর্ডের ৬টি কলেজের কেউ পাস করেনি

নিজস্ব প্রতিবেদক, যশোর

২০২২ সালের এইসএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের অধীনের ৬টি কলেজ থেকে কেউ পাস করতে পারেনি। এসব কলেজগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

কলেজগুলো হচ্ছে, হাজি নুরুল ইসলাম কলেজ, গোরাপাড়া ভেড়ামারা কুষ্টিয়া। এ কলেজের পরীক্ষার্থী ছিল ৫ জন। শেখপাড়া রাহাতুন্নেসা গার্লস স্কুল এন্ড কলেজ শৈলকূপা ঝিনাইদহ। এ কলেজের পরীক্ষার্থী ছিল ৬ জন। সাউথবেঙ্গল কলেজ, কেশবপুর, যশোর। এ কলেজের পরীক্ষার্থী ছিল তিনজন। রাউতাড়া এইচএন সেকেন্ডারি স্কুল এন্ড কলেজ, মাগুরা। এ কলেজের পরীক্ষার্থী ছিল দু’জন। গোবরা মহিলা কলেজ, নড়াইল। এ কলেজে পরীক্ষার্থী ছিল দু’জন। শিবরামপুর স্কুল এন্ড কলেজ, মাগুরা। এ কলেজের পরীক্ষার্থী ছিল একজন।

এসব কলেজগুলো এমপিওভুক্ত নয় বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক সমীর কুমার কুন্ডু। তিনি বলেন, এ ব্যর্থতার কারণে ওইসব কলেজকে শো’কজ করা হবে। যথাযথ জবাব দিতে না পারলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে। একইসাথে বোর্ডের অধীনে খুলনা বিভাগের ৩৯টি কলেজ থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে ।

খুলনা গেজেট/কেডি/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন