মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ডিবি পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও গাঁজাসহ তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি ও ৭ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে। শুক্রবার দুপুরে ডিবি পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে।

ডিবি পুলিশ জানায়, ২৬ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই শাহিনুরের নেতৃত্বে একটি টিম শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এসময় তারা শংকরপুর চাতালের মোড়ের রহিমার বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলামের ছেলে কবিরুল ইসলাম মিঠুকে (৩৩) আটক করে। তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়।

এদিকে, ডিবি পুলিশের এসআই নিতাই চন্দ্র দাসের নেতৃত্বে একটি টিম শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে যশোরের বেনাপোল পোর্ট থানার রায়পুর গ্রামে অভিযান চালায়। এসময় তারা রায়পুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম এবং ঘিবা গ্রামের শহিদুল সর্দারের ছেলে আহসান সর্দারকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় সাত কেজি গাঁজা। যশোর ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে অস্ত্র-গুলি ও গাঁজা উদ্ধারের ঘটনায় কোতোয়ালি থানা ও বেনাপোল পোর্ট থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন