শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে সোহরাব হোসেন (৫৫) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজমুল হাসান ঢাকার মোহাম্মদপুর থেকে তাকে আটক করেন।

আটক সোহরাব যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মোছাব্বির আলীর ছেলে।

এসআই নাজমুল হাসান বলেন, ১৯৯৮ সালে চাঁচড়া কাঁচাবাজার এলাকায় বাবু নামে এক ব্যক্তি খুন হন। ওই খুনের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। ওই মামলায় যশোর জেলা ও দায়রা জজ আদলতের বিচারক সোহরাব হোসেনকে ২০০২ সালে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকেই সোহরাব পলাতক ছিলো। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ তাকে সোমবার ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে আটক করেছে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন