শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি একমাস আগে স্টোকে আক্রান্ত হন। ২০ জানুয়ারি দুপুর সাড়ে তিনটায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। শনিবার (২১ জানুয়ারি) তার গ্রামের বাড়ি ঝিনাইদহের হামদহ মোড়ে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবিএম ফকর উদ্দিন, সহকারী শিক্ষক লুৎফুন্নাহার, নূর হোসেন, সোহেল উদ্দীন, আহসান হাবিব পারভেজ, নজরুল ইসলাম খান। অনুরুপ বিবৃতি দিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতি যশোরের আহবায়ক বাসুদেব ঘোষ ও সদস্য সচিব রফিকুল ইসলাম প্রমুখ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন