মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে ভাইস চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলায় কেউ শনাক্ত হয়নি, আদালতে চূড়ান্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সদর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বাড়িতে বোমা হামলার বিষয়ে কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় আদালতে চুড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জয় বালা।

২০২১ সালের ২২ জুন রাতে তৎকালীন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। সিসি টিভি ফুটেজ দেখে নিশ্চিত হন বাড়ির বাইরে রাস্তায় দাড়ানো মুখ কাপড় দিয়ে বাধা কতিপয় দুর্বৃত্ত একটি বস্তু ছুড়ে মেরে দ্রুত পালিয়ে যায়।

তাৎক্ষনিক আনোয়ার হোসেন বিপুল বিষয়টি কোতয়ালি থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমার আলামত জব্দ করেন। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বিপুল বাদী হয়ে বিস্ফোরক আইনে কোতয়ালি থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্তকালে সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা জয়বালা। তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত কাউকে শনাক্ত করতে না পারায় তিনি বুধবার আদালতে মামলার চুড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন