মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে হত্যাসহ একাধিক মামলার আসামি সন্ত্রাসী জিতু আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের একাধিক হত্যা মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী শরিফুল ইসলাম জিতুকে আটক করেছে চাঁচড়া পুলিশ ফাঁড়ি সদস্যরা। শুক্রবার রাত সাড়ে ১০টায় যশোর জেনারেল হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। জিতু বারান্দী মোল্লাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

চাঁচড়া ফাঁড়ির এসআই সাইদুর রহমান বলেন, ২৪ নভেম্বর চাঁচড়া এলাকা থেকে মণিরামপুরের ইত্তা গ্রামের আব্দুর রউফের ছেলে আবু তাহেরের একটি পালসার মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়। তদন্তে উঠে আসে এ চুরির সাথে জিতুর সংশ্লিষ্টতা রয়েছে। এ মামলায় জিতুকে আটক করা হয়।

এ ব্যাপারে চাঁচড়া ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর তারিকুল ইসলাম জানান, জিতুর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া, সম্প্রতি সে অস্ত্রসহ আটক হয়। এর বাইরেও জিতুর বিরুদ্ধে বিস্ফোরক ও মাদকের একাধিক মামলা রয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন