মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

চৌগাছায় পুকুর থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় চৌগাছা-মহেশপুর সড়কের
ঝাউতলা বাজার এলাকার মোজাফফর হোসেনের পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, ৪ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার নারায়নপুর ইউনিয়নের কাঁদবিলা গ্রামের একটি পুকুরে ছেলে নবজাতকের মৃতদেহ ভাসতে থাকতে দেখে স্থানীয়রা। এসময় এলাকাবাসী চৌগাছা থানা পুলিশকে খবর দেয়। এরই ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করে।

চৌগাছা থানার ডিউটি অফিসার এসআই জাফরিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সন্ধ্যায় খবর পেয়ে চৌগাছা- মহেশপুর সড়কের ঝাউতলা বাজারমোড় কাঁদবিলা দুর্গাতলা এলাকার মোজাফফর হোসেনের পুকুর থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

খুলনা গেজেট/ বিএমএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন