শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে জেলি পুশ করা ৬০০কেজি চিংড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে র‌্যাবের অভিযানে জেলি পুশ করা ৬00 কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। শহরের মনিহার এলাকায় রোববার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত র‌্যাব-৬ সদস্যরা অভিযান চালিয়ে এ চিংড়ি মাছ জদ্ব করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন র‌্যাব-৬ যশোরে ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার এম নাজিউর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের এএসপি নাজমুল হক ও সদর উপজেলা মৎস্য অফিসার জয়নুল আবেদীনের সমন্বয়ে একটি টিম শহরের মনিহারমোড়ে অস্থায়ী চেকপোস্ট বসায়। এসময় চিংড়ি মাছ ভর্তি হিমেল সিমান্ত বাস দেখে তাদের সন্দেহ হয়। সাতক্ষীরার-শ্যামনগর টু শেরপুর গামী ওই বাস থামিয়ে চিংড়ি মাছ পরীক্ষা করে জেলি পুশ করার বিষয়টি ধরা পড়ে। পরে ওই গাড়ি থেকে উদ্ধারকৃত ৬শ’ কেজি চিংড়ি মাছ উদ্ধার করে ধংস করা হয়।

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন