মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে ইয়াবাসহ দু’ডজন মামলার আসামি আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চিহ্নিত সন্ত্রাসী কবির চৌধুরী ওরফে হাফিজকে ইয়াবাসহ আটক করেছে র‌্যাব। হত্যা, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি, বোমাবাজি ও মাদকসহ দু’ডজন মামলার আসামি কবির চৌধুরী। গত ১৯ ডিসেম্বর রাতে শহরের পুরাতন কসবা এলাকার সাজিদ এন্টারপ্রাইজের সামনে থেকে তাকে আটক করা হয়। এই ঘটনায় র‌্যাবের এসআই আল আমিন নাঈম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। আটক কবির চৌধুরী শহরের শংকরপুর মুরগি ফার্ম এলাকার মৃত কিনাই চৌধুরীর ছেলে।

র‌্যাব ক্যাম্প যশোরের এসআই আল আমিন নাইম জানান, সোমবার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এক ব্যক্তি পুরাতন কসবা এলাকার সাজিদ এন্টারপ্রাইজের সামনে ইয়াবা বিক্রি করছে। এরই ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে কবীর চৌধুরীকে ১৮৫ পিছ ইয়াবাসহ আটক করা হয়। মঙ্গলবার তাকে এ মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন