মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে আর্জেন্টিনার গোল উল্লাসের সময় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছায় আর্জেন্টিনার গোল উল্লাস করতে গিয়ে নিমার্ণাধীন ব্রিজের রডে বিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা চলাকালে এ ঘটনা ঘটে।নিহত রাকিব হোসেন (২৫) ঝিকরগাছা পৌর এলাকার কাটাখাল গ্রামের আসলাম হোসেনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখার জন্য দুই সেতুর মাঝে পার্কে বড় পর্দার ব্যবস্থা করা হয়। ফ্রান্সের সঙ্গে খেলায় আর্জেন্টিনা দ্বিতীয় গোল দেয়ার পর সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। এসময় উৎফুল্ল রাকিব পা পিছলে পার্কের ঢালু পাড় থেকে নিচে নির্মাণাধীন বেইলি ব্রিজের ওপর পড়ে যান। এসময় পিঠে রড বিধে মারাত্মক আহত হন রাকিব। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/ বিএমএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন