মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের বেলেঘাটা গ্রামের মৃত জবেদ আলীর ছেলে খোকন মিয়া (৪৯) ও খাজুরার শাহাদৎ হোসেনের ছেলে নাসিম হোসেন (২৫)। আহতদের মধ্যে দু’জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলো, খাজুরার দাউদ হোসেনের ছেলে সজিব হোসেন (২৫) ও পাঁচবাড়িয়া গ্রামের রবির ছেলে তানভীর হোসেন (২৪)।

আহত তানভীর জানান, শুক্রবার দুপুরে তারা তিন বন্ধু মোটরসাইকেলযোগে খাজুরা থেকে যশোর আসছিলেন। পথিমধ্যে পাঁচবাড়িয়া নামকস্থানে পৌঁছালে বিপরীতমুখি বাসের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাসিমের মৃত্যু হয় ও তারা দু’জন আহত হন। এ ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে কমপক্ষে ১২/১৩ জন যাত্রী আহত হন। পরে ফায়র সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এদিকে, শুক্রবার সকালে খোকন মিয়া ক্ষেতের সবজি বিক্রি করার জন্য বারীনগর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বাজারের অদূরে সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন