শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে শাহারিয়ার সুজন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে যশোর শহরের খালধার রোড পন্ডিত পুকুরপাড়ের আব্দুল মোতলেবের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

মামলায় ওই ছাত্রী অভিযোগ করেন, লম্পট সুজনের সাথে তার মোবাইল ফোনে পরিচয় হয়। এক পর্যায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরই মাঝে ৬ ডিসেম্বর সকাল ১০টার দিকে সুজন তাকে বিয়ে করার কথা বলে উপশহর শিশু হাসপাতালের সামনে মোবাইলে ডেকে নিয়ে যায়। এরপর সারাদিন তাকে মোটরসাইকেলে ঘুরিয়ে বিয়ে না করে রাত ৮টার দিকে সুজনের বাসায় নিয়ে যায়। তাকে বিয়ের আশ্বাস দিয়ে সারারাত জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন ৭ ডিসেম্বর সকালে বিয়ে না করে তাকে বাড়ি থেকে বের করে দেয়।

এ ঘটনা তিনি পরিবারের সদস্যদের জানিয়ে আইনের আশ্রয় নেন। এরই ভিত্তিতে পুলিশ লম্পট সুজনকে আটক করে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন