মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

বাঘারপাড়ার বৃদ্ধ নকিম হত্যা মামলার চার্জশিট, দু’জন অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বাঘারপাড়া উপজেলার পশ্চিম পাইকপাড়া গ্রামের বৃদ্ধ নকিম উদ্দিনকে হত্যা মামলায় দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে ডিবি পুলিশ। ডিবি পুলিশের ইন্সপেক্টর শহিদুল ইসলাম তদন্ত শেষে সোমবার আদালতে এ চার্জশিট দাখিল করেন।

অভিযুক্ত আসামিরা হল, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের ‍মোজম্মেল হকের ছেলে আব্দুল বারেক ও কবিরাজ আব্দুল বারেক।

ডিবি পুলিশ সূত্র জানায়, আসামি লিটন মালিথা দীর্ঘদিন যৌন রোগে ভুগছিলেন। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদার কবিরাজ আব্দুল বারেকের শরণাপন্ন হন। কবিরাজ তাকে একজন মানুষের পুরুষাঙ্গ, অন্ডকোষ ও একটি চোখ উপড়ে আনার কথা বলেন। এ কাজ করতে পারলেই তাকে হারানো যৌবন ফিরিয়ে দিতে পারবেন বলে জানান।

তখন থেকে লিটন ওইসব জোগাড়ের সন্ধানে নামেন। তিনি ধান কাটার শ্রমিক সেজে যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামে কাজ নেন। একইসাথে কাজ নেন নিহত বৃদ্ধ নকিম উদ্দীন। তারা রাতে ঘরে একসাথেই ঘুমাতেন। একরাতে নকিমকে খুন করে পুরুষাঙ্গ, অন্ডকোষ ও চোখ উপড়ে নিয়ে পালিয়ে মানিকগঞ্জ চলে যান লিটন।

এ বছরের ৩০ মে সকালে নকিম উদ্দিনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের ছেলে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বাঘারাপাড়া থানায় মামলা করেন। পরে ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে প্রথমে লিটনকে ও পরে কবিরাজকে আটক করে। তদন্ত শেষে উল্লিখিত দু’জনের বিরুদ্ধে বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে ডিবি পুলিশ।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন