মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নারী আহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক নারী আহত হয়েছেন। আহত ওই নারীর হলেন, আছিরন বেগম। বৃহস্পতিবার ১০ টা ৪০ মিনিটের দিকে যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকার আহাদ ও আছিরনের পাশাপাশি চায়ের দোকান রয়েছে। ব্যবসা নিয়ে তাদের দু’জনের মধ্যে শত্রুতা চলছিলো। এ নিয়ে তাদের মাঝে এদিন সকালে কথা কাটাকাটি শুরু হলে আহাদ নিজের দোকান থেকে চাকু এনে আছিরনের পেটের বামপাশে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন