মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে এমএলএম ব্যবসায়ী দু’জনকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, যশোর

মিথ্যা বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারিত করে তিয়ানশি (বিডি) কোম্পানী লিমিটেড বিভিন্ন খাদ্যপণ্য ওষুধ হিসেবে বিক্রি এবং আড়ালে এমএলএম ব্যবসার অপরাধে যশোর সদরের কনশাস ট্রেডার্সের মালিক ও সহযোগীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার ১২ নভেম্বর সকাল সাড়ে ১০ থেকে দুপুর সাড়ে ১১ টা পর্যন্ত র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সমন্বয়ে একটি অভিযান দল ওই কোম্পানীতে অভিযান চালায়।

এ সময় কোম্পানীর মালিক যশোরের মণিরামপুর উপজেলার আটঘরা খাঁ পাড়ার মৃত মনির উদ্দিন খানের ছেলে আব্দুর রহিম খান ও তার সহযোগী যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল গফুরকে আটক করে। পরে তাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করেন। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাকৃত টাকা চালান মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন