শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

বোনের সাথে সম্পর্কের কারণে যুবককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে বোনের সাথে সম্পর্ক মেনে নিতে না পেরে কাজী পারভেজ (২২) নামে এক যুবককে ধরে আটকে রেখে মারপিটের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার গভীররাতে মামলাটি করেন, যশোর শহরের শংকরপুর ইসহাক সড়কের কাজী শফিকুল ইসলামের স্ত্রী আহত যুবকের মা পারভীন আক্তার।

মামলার আসামিরা হচ্ছে, সদর উপজেলার শেখহাটি বেলতলা কলোনীপাড়ার খালিদ হোসেনসহ অজ্ঞাত ২/৩ জন।

মামলায় পারভীন আক্তার বলেছেন, তার ছেলে কাজী পারভেজের সাথে খালিদ হোসেনের বোনের সম্পর্ক আছে। এ কারণে খালিদ হোসেন বাদির ছেলেকে মারপিট খুন জখমের হুমকি দিয়ে আসছিল। গত ৪ নভেম্বর বেলা সাড়ে ১১ টায় বাদির ছেলে কাজী পারভেজ সদর উপজেলার শেখহাটি বেলতলা কলোনীপাড়াস্থ খালিদ হোসেনের বাড়ির সামনে গেলে আসামিসহ অজ্ঞাত ২/৩ জন ধারালো চাপাতি, চাকু নিয়ে পারভেজের পথরোধ করে মারপিট শুরু করে। এক পর্যায় পারভেজকে খালিদ হোসেনের বাড়ির ভেতর ঢুকিয়ে গেট আটকে দিয়ে হত্যার উদ্দেশ্যে ব্যাপক মারপিট করে। এ সময় পারভেজের কাছ থেকে নগদ ১০ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নেয়। পারভেজের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করা হয়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন