মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল হনুমানের

কেশবপুর প্রতিনিধি

বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেছে হনুমানের। মঙ্গলবার সকালে কেশবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের বায়সা গ্রামের বায়তুন্নুর নুর জামে মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে খাদ্যের সন্ধানে বিরল প্রজাতির প্রাণি কালেমুখ হনুমান বাড়ির ছাদ ও ঘরের চালের ওপর ছুটে বেড়াতে দেখে। তারের ওপর দিয়ে লাফিয়ে পার হতে যেয়ে বিদ্যুতের তারে জাড়িয়ে হনুমানটি রাস্তায় পড়ে যায়। সেখানে হনুমানটির মৃত্যু হয়। স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরকে জানিয়েছেন।

উল্লেখ্য কেশবপুর পৌরসভার বিভিন্ন এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে হনুমানের মৃত্যু হতে দেখা যায়। এর কোনো প্রতিকারের ব্যবস্থা বিদ্যুৎ গ্রহন করায় কেশবপুরবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন