শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

বাগান পরিষ্কার করতে গিয়ে ককটেল বিস্ফোরণ, আহত ১

নিজস্ব প্রতিবেদক,যশোর

যশোরের শার্শায় বাগান পরিস্কার করতে গিয়ে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দাউদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বুধবার (২ নভেম্বর) উপজেলার আমড়াগাছি গ্রামে এ ঘটনা ঘটে। আহত দাউদ হোসেনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একই গ্রামের মুস্তাক আহম্মেদের ছেলে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, দাউদ হোসেন এদিন সকালে বাড়ির পাশের বাগান পরিস্কার করছিলেন। এসময় ওই বাগানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ককটেল বিস্ফোরণ ঘটে। ওই বোমার স্প্রিন্টারে তার কানের তালা ফেটে যায় ও পিঠ ঝলসে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানিয়েছেন, বোমার স্প্রিন্টারে তার কান ও পিঠে ঝলসে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন