বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ঝিকরগাছায় পুকুর থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,যশোর

যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ গ্রাম থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার গ্রামের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার হয়। শিওরদাহ গ্রামের আকবার গাজী নামে ওই বৃদ্ধ গত শনিবার সকালে বাড়ি থেকে নিখোঁজ হন।

রোববার সকালে উপজেলার কানাইরালি গ্রামের পুকুরে তার মরদেহ দেখতে পান এলাকাবাসী। বয়সের কারনে তিনি বেশকিছু দিন মাথার সমস্যায় ভুগছিলেন। মাঝে মাঝে তিনি বাড়ি থেকে এদিক ওদিক চলে যেতেন । গত শনিবার সকালে ঘুম থেকে উঠে তিনি বাড়ি থেকে চলে যান। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মাইকিং করা হলেও তাকে পাওয়া যায়নি। এরপর পুকুরে তার মরদেহ পাওয়া যায়।

যোগাযোগ করা হলে থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, এ রকম একটি ঘটনা শুনেছি, পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন