শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

বেনাপোল সীমান্তের রঘুনাথপুর গ্রাম থেকে ৯ রাউন্ড গুলিসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্ত থেকে ৯ রাউন্ড গুলি সহ সাইদুল ইসলাম (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।আটক সাইদুল ৪ নম্বর ঘিবা গ্রামের মহসিন শেখের ছেলে।

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে স্থানীয় রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে গুলি সহ সাইদুলকে আটক করে পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি অবৈধ পথে ভারত থেকে সীমান্তের রঘুনাথপুর গ্রাম দিয়ে অস্ত্রের একটি চালান পাচার হয়ে বাংলাদেশে আসবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল ওই গ্রামে গোপন অবস্থানে থাকে।

পাচারকারী রঘুনাথপুর বিওপির কাছে আসলে তাকে আটক করে থানায় নিয়ে তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭.৬৫ এম এম ৯ টি গুলি পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়। অস্ত্র আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর কোর্ট হাজতে প্রেরণ করা হবে বলে তিনি আরও জানান।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন