শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে পুকুর থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের রেলস্টেশন পুকুর থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পাওয়া গেছে। তার নাম টুকু মিয়া (৫০)। তিনি ময়মনসিংহ জেলা সদরের গৌরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। রবিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

যশোরের চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) এফএম আকিকুল ইসলাম বলেন, এদিন সকাল ১০টার দিকে রেলস্টেশন পুকুরে এক ব্যক্তি গোসল করতে নেমে একটি মৃতদেহ পানিতে ভাসতে দেখতে পায়। এরপর তিনি বিষয়টি স্থানীয়দের জানালে পুলিশকে অবগত করা হয়। পুলিশ এসে মৃতদেহটি পুকুর থেকে উদ্ধার করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাথমিকভাবে নিশ্চিত হয় লাশটি ময়মনসিংহ জেলার গৌরপুর গ্রামের টুকু মিয়ার। পরে লাশটি ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ নিহতের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছে।

ওসি আকিকুল ইসলাম বলেন, টুকু মিয়ার মৃত্যুর কারণ কেউ জানাতে পারেনি। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তিনি বলেন, বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পরে জানা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে।

খুলনা গেজেট/এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন