শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

বেনাপোল চেকপোষ্টে ৪ পিস স্বর্ণের বারসহ পাস‌পোর্টধারী গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি

৪ পিস স্বর্ণের বারসহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল শুল্ক গোয়েন্দা সদস্যরা। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ১১ টার দিকে তাকে পোর্ট থানার চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল থেকে গ্রেপ্তার করা হয়। এসময়ে গ্রেপ্তার হওয়া ওই পাসপোর্ট যাত্রী পেটের ভেতর বিশেষ কায়দায় স্বর্ণের বার লুকানো ছিল। একই ঘটনায় গ্রেপ্তার হওয়া যাত্রীর সাথে সাথে থাকা অপর যাত্রীর কাছে কিছু না থাকায় পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়।

গ্রেপ্তার হওয়া যুবক হলেন, শরিয়তপুর জেলার পালং উপজেলার চাতানিকান্দি গ্রামের আব্দুল হালিমের ছেলে ইমাম হোসেন জীবন। যার পাসপোর্ট নম্বর ইঞ০৫৩৬৮০৯।

বেনাপোল কাস্টম হাউজের শুল্ক দফতরের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, স্বর্ন পাচারকারী সন্দেহে দুইজন পাসপোর্টধারী যাত্রী ইমাম হোসেন জীবন ও দুলাল হোসেন ব্যাপারীকে প্রথমে আটক করা হয। পরবর্তীতে তাদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাদের মধ্যে ইমাম হোসেন জীবন স্বীকার করে যে তার পেটের ভিতর বিশেষ কায়দায় স্বর্ন লুকানো আছে। ইমাম হোসেন জীবনের পেট এক্সরে করে ৪ পিস স্বর্ণের বারের অস্তিত্ব পাওযা যায। পরে তা উদ্ধার করা হয়।

স্বর্নের বারসহ জীবনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। জীবনের সাথে থাকা অপর পাসপোর্ট যাত্রী দুলাল হোসেন ব্যাপারীর কাছে কিছু না পাওয়ায় পরবর্তীতে তকে ছেড়ে দেওয়া হয়।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন