শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

মরা গরুর মাংসসহ ব্যবসায়ী আটক, জরিমানা ৩০ হাজার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের কেশবপুরে বিক্রির উদ্দেশ্যে মরা গরুর মাংস নিয়ে যাওয়ার সময় ইমান আলী গাজী (৩৫) নামের এক মাংস ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২ অক্টোবর) বিকেল আড়াইটার দিকে উপজেলার জামালগঞ্জ বাজারে হাতেনাতে মাংসসহ তাকে আটক করা হয়।

ইমান আলী গাজী উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের হাসেম গাজীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইমান আলী গাজী মৃত গরুর মাংস পিকআপ ভ্যানযোগে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামালগঞ্জ বাজার থেকে মাংসসহ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান জানান, মরা গরুর মাংস বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ইমান আলী গাজীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন