বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

কালীগঞ্জে বাসের ধাক্কায় কৃষক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশিপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোশারফ হোসেন (৫৪) নামে এক কৃষক নিহত হয়েছেন। কাঁচা মরিচ নিয়ে বাজারে বিক্রি করতে যাবার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

নিহতের ভাইপো ওমর ফারুক জানান, মোশারেফ হোসেন সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে কাঁচামরিচ বিক্রি করার জন্য বাইসাইকেলযোগে কোটচাঁদপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশিপুর গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস সামনে থেকে তার সাইকেলে ধাক্কা দেয়। এতে মোশারেফ হোসেন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সকাল ৯ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই তিনি মারা যান।

জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কাউসার আলম তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোশারেফ হোসেন কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামের মৃত বাহার আলীর ছেলে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন