শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

বেনাপোল সীমান্তে নম্বরবিহীন প্রাইভেটকারে ইয়াবার চালান সহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি

ইয়াবা, গাজ ও ফেন্সিডিলসহ সোহাগ হোসেন নাম এক মাদক পাচারকারীকে আটক বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাকে বেনাপোলের কাগজপুকুর বাজার থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বিজিবি’র সদস্যরা ইয়াবাসহ অন্যান্য মাদক দ্রব্য উদ্ধার করা হয় । আটক হওয়া ব্যক্তি শার্শা উপজেলার বাগআচাড়া সাতমাইল এলকার মহর আলীর ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন যে, বেনাপোল থেকে ইয়াবার একটি বড় চালা পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তার সদস্যরা বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর এলাকায় অভিযান চালায়। এ সময় নম্বর বিহিন প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিচ ইয়াবা, ৪ কেজি গাজা ও ১শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয় বলে তিনি আরও জানান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন