শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া কলোনীপাড়া বাজারে অগ্নিকান্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোর সাড়ে চারটার দিকে বৈদ্যুতিক শর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করেছে যশোর ফায়ার সার্ভিসের সদস্যরা।

খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন ভোরে বাজারের নৈশ প্রহরি প্রথমে আগুন দেখতে পায়। এরপর তিনি চিৎকার শুরু করলে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাজারের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসময় আশেপাশের আরো কয়েকটি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দোকানিদের পথে বসার উপক্রম হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ভোর রাতে হঠাৎ করে ভেকুটিয়া বাজারে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তাদের কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন