শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে এক নারী জন্ম দিল ৫ সন্তান, একে একে সবার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে এক গৃহবধূ একসাথে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু জন্মের পর একে একে পাঁচ সন্তানই মৃত্যুবরণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেনারেল হাসপাতালের আরএমও আব্দুস সামাদ।

হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০টায় স্বাভাবিকভাবে ওই গৃহবধূ একে একে পাঁচ সন্তানের জন্ম দেন। জন্মের সময় নবজাতক সবাই স্বাভাবিক থাকলেও কয়েক ঘন্টা পর একে একে তারা মৃত্যুবরণ করতে থাকে। হাসপাতালের ডাক্তাররা তাদের বাঁচাতে সর্বাত্মক চেষ্টা করলেও সর্বশেষ নবজাতকটি ওইদিন সন্ধা সাড়ে ছয়টায় মারা যায়। প্রসূতি তাহমিনা যশোর সদর উপজেলার ছুটিপুর ফিশরি গ্রামের মালয়েশিয়া প্রবাসী হুমায়ূন কবিরের স্ত্রী।

হাসপাতালের শিশু ওয়ার্ডের সহকারী রেজিস্টার জসিম উদ্দিন জানান, ২৪ সপ্তাহে বাঁচ্চা প্রসব হয়েছে। কিন্তু নির্দিষ্ট সময়ের আগে প্রসব হওয়ায় বাচ্চাগুলোর ওজন কম ও অপুষ্ট ছিলো। এ কারণে একে একে পাঁচজনেরই মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

খুলনা গেজেট/এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন