শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

বিএনপির কেন্দ্রীয় নেতা টিএস আইয়ুব কারাগার থেকে হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, যশোর

বিএনপির কেন্দ্রীয় নেতা ও যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে কারাগার থেকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার ফোরকান ওয়াহিদ।

তিনি জানান, কারাগারে আসার আগ থেকেই তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার (২৬ আগস্ট) রাতে তিনি হঠাৎ অসুস্থ্যতা বোধ করেন। পরে কারাগারের দায়িত্বরত ডাক্তারের নির্দেশনায় তাকে শনিবার রাতে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই রাত সাড়ে ১১টায় বাঘারপাড়া থানার এসআই আওয়ালের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে আটক করে। তার বিরুদ্ধে নাশকতাসহ কয়েকটি মামলা রয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন