বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে মাইক্রোবাসের ধাক্কায় নৈশপ্রহরী নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের আরবপুর মোড়ে মাইক্রোবাসের ধাক্কায় আবু জাফর (৬০) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে পালবাড়ী-চাঁচড়া সড়কের আরবপুর মোড়ে মাইক্রোবাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। নিহত আবু জাফর যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

জেনারেল হাসপাতালের ডাক্তার সাজিদ হোসেন রাফি তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, দুর্ঘটনায় তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ছিলেন।

কোতোয়ালী থানার এসআই তুহিন বাওয়ালী জানান, অভিভাবকদের আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে তার মরদেহ স্বজনদের জিম্মায় দেয়া হয়েছে।

খুলনা গেজেট/  টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন