শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

চৌগাছায় হোটেল মালিকের জরিমানা

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ এবং পরিবেশনের অভিযোগে শহরের ধানসিঁড়ি হোটেল মালিককে ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় এই জরিমানা আদায় করা হয়। এসময় আনইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার সাথে ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় ওই হোটেল মালিককে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন