বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইবোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে বাঘারপাড়া উপজেলার ভদ্রা গ্রামের কবির উদ্দিনের নির্মাণাধীন বাড়িতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

স্বজনরা জানান, আবু হুসাইন আকাশ (১২) ও তার বোন জান্নাতুন নাইম সামিরা (৪) নির্মাধীন বাড়ির ছাদে খেলা করার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। তাদের গুরুতর অবস্থায় উদ্বার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক ভাই বোনকে মৃত ঘোষণা করেন। আবু হোসাইন যশোর জেলা স্কুলের ৬ষ্ট শ্রেণির ছাত্র। স্কুল ছুটি থাকায় তারা বাবা মায়ের সাথে গ্রামে বেড়াতে গিয়েছিল।

নিহতদের পিতা কবির হোসেন একটি বিশেষ বাহিনীতে চাকরি করেন। তিনি বলেন, আমার দুই সন্তান আহত হলে আমি জরুরি বিভাগে আনলে চিকিৎসক শুভাশিস রায় আকাশকে মৃত ঘোষণা করেন এবং চিকিৎসার জন্য জান্নাতুন নাইম সামিরাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু সার্জারির বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

খুলনা গেজেট/এইচআরডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন