শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে ফেনসিডিল-ইয়াবাসহ বোমা হানিফ আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে হানিফ পাটোয়ারি ওরফে বোমা হানিফকে ফেনসিডিল ও ইয়াবাসহ আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার গভীররাতে এএসআই মিরাজ খান শহরের শংকরপুর থেকে তাকে আটক করেন। হানিফ শংকরপুর চোপদারপাড়ার আমির হোসেন পাটোয়ারির ছেলে।

এএসআই মিরাজ খান জানান, যশোর শহরের বহুল আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বোমা হানিফ। তার বিরুদ্ধে থানায় শুধু মাদকেরই চারটি মামলা রয়েছে। শুক্রবার গভীররাতে গোপন সূত্রে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল ও ২২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, বোমা হানিফের নামে থানায় মাদকের মামলাসহ একাধিক মামরা রয়েছে।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন