বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

চৌগাছায় মুয়াজ্জিনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় মাহফুজুর রহমান (৬৫) নামে এক মুয়াজ্জিনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেংগুরপুর গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা বলেছেন, শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।

পুলিশ, গ্রামবাসী ও পারিবারিক সূত্র জানায়, মাহফুজুর রহমান চৌগাছা শহরে ব্যবসা করেন এবং টেংগুরপুর গ্রামের মসজিদে দীর্ঘদিন ধরে মুয়াজ্জিন ও সহকারী পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

গত শুক্রবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে চৌগাছা শহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে ফিরে রাতে খাওয়ার সময় ছেলেদের সাথে পারিবারিক বিষয়ে মনোমালিন্য হয়। পরে রাত ১০টায় তিনি নিজের ঘরে ঘুমাতে যান। রাত ২টার দিকে হঠাৎ তার স্ত্রীর ঘুম ভেঙে গেলে দেখেন স্বামী পাশে নেই। পরে তার চিৎকারে ছেলেরাসহ বাড়ির লোকজন আশেপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে দেখতে পান মাহফুজুর কাঁঠাল গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছেন। পরে লোকজন এসে রশি কেটে নামিয়ে তাকে হাটানোর চেষ্টা করেন এবং দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই আব্দুল মুজিদ জানান, মাহফুজুর রহমান দীর্ঘদিন শিরাসহ নানা রোগে ভুগছিলেন। এ রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে তারা ধারণা করছেন।

শনিবার দুপুরে চৌগাছা থানা থেকে পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফনের অনুমতি দেয়া হয়। এরপর বিকাল তিনটায় তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, পরিবারের সদস্যদের কোনো আপত্তি না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মাহফুজুর রহমানের মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

খুলনা গেজেট / আ হ আ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন