শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

ওয়ান শুটার গানসহ উখিয়ার অস্ত্র ব্যবসায়ী যশোরে আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

র‌্যাব ৬ যশোরের সদস্যরা বুধবার মধ্যরাতে যশোর শহরের দড়াটানা থেকে অস্ত্র ও ইয়াবা বিকিকিনি সিন্ডিকেটের সদস্য উখিয়ার আশিক মিয়াকে একটি ওয়ান সুটার গানসহ আটক করেছে।

সে কক্সবাজারের উখিয়া এলাকা থেকে এসে যশোর ঢাকা কেন্দ্রিক অস্ত্র ও ইয়াবা ব্যবসা করতো।

যশোরে র‌্যাব অধিনায়ক লেফটেন্যান্ট নাজিউর রহমান জানান, আশিক মিয়া চিহ্নিত অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ী। ওইদিন রাতে গোপন সংবাদে জানতে পারি আশিক মিয়া যশোরে মাদক ও অস্ত্রের চালান নিয়ে আসছে। এরই ভিত্তিতে মধ্যরাতে যশোর শহরের দড়াটানা এলাকায় অবস্থান নেয় র‌্যাবের একটি অভিযানিক দল। এক পর্যায়ে গাড়ি থেকে নামার সময় আশিককে তারা আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার হয়।

এরআগেও তার বিরুদ্ধে যশোরে দুটি মামলা চলমান রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালি কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন