বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরের ঝিকরগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছার পল্লীতে বৃষ্টির জমে থাকা পানির গর্তে ডুবে সুমাইয়া খাতুন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার শংকরপুর ইউনিয়নের কুলবাড়ীয়া গ্রামে শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু সুমাইয়া ওই গ্রামের বুলির মিয়ার মেয়ে।

পরিবারের সদস্যরা বলেছেন, সুমাইয়া সবার অগোচরে বৃষ্টির জমে থাকা পানির গর্তে পড়ে যায়। এসময় সে আর উপরে উঠতে পারেনি। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির সামনে গর্তের ওই পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করে শার্শার উপজেলার বাগআঁচড়া এলাকার একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। এখানে চিকিৎসক তাকে মৃত তাকে ঘোষণা করেন। ক্লিনিকে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে স্থানীয় ওই চিকিৎসক জানান।

খুলনা গেজেট / আ হ আ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন